Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

ডারবান টেস্টে ২৬৯ রানে পিছিয়ে টাইগাররা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ১ এপ্রিল ২০২২

প্রিন্ট:

ডারবান টেস্টে ২৬৯ রানে পিছিয়ে টাইগাররা

ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এখনো স্বাগতিকদের চেয়ে ২৬৯ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

ডারবান টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশে বিপক্ষে ৩৬৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। গতকাল প্রথম দিন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান।

প্রথম দিনের সঙ্গে আজ তারা আরও ১৩৪ রান যোগ করতে পারে। এই রান তুলতে তারা হারিয়েছে ৬ উইকেট। স্বাগতিকদের হয়ে টেম্বা বাভুমা সর্বোচ্চ ৯৩ রান করেন। সফরকারীদের হয়ে খালেদ আহমেদ চারটি, মেহেদি হাসান মিরাজ তিনটি ও ইবাদত হোসাইন দুটি উইকেট নেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer