Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

বাংলাদেশের সামনে ১৬০ রানের লক্ষ্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ১৬ মার্চ ২০১৮

আপডেট: ২৩:০১, ১৬ মার্চ ২০১৮

প্রিন্ট:

বাংলাদেশের সামনে ১৬০ রানের লক্ষ্য

ঢাকা : নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে টসে জিতে শ্রীলংকাকে ব্যাটে পাঠায় বাংলাদেশ অধিনায়ক। এরপর শুরুতেই ৪১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলংকা।

কিন্তু শুরুর চাপ দারুণভাবে সামলে শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে স্বাগতিকরা। শ্রীলংকার হয়ে কুশল পেরেরা ৪১ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। এছাড়া অধিনায়ক থিসারা পেরেরা খেলেন ৩৭ বলে ৫৮ রানের ঝকঝকে এক ইনিংস।

শেষমেষ কুশল পেরেরা ও থিসারা পেরেরা ম্যাচের ১৯ ও ২০ তম ওভারে ফিরে গেলে বাংলাদেশের সামনে ১৬০ রানের লক্ষ্য দাঁড়ায়।

ইনজুরি থেকে দলীয় অধিনায়ক সাকিবের ফেরায় বাংলাদেশ দলে একটি পরিবর্তন করা হয়েছে। আগের দিন মাঠে নামা আবু হায়দার রনিকে দলের বাইরে রাখ হয়েছে তার জায়গায় দলে এসেছেন সাকিব।

তবে বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচ হারা শ্রীলংকার দলে পরিবর্তন দুটি। তারা ইসুরু উদানা এবং আমিলা আপনসোকে দলে নিয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer