Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৫ ১৪৩২, শনিবার ১০ জানুয়ারি ২০২৬

জ্যোতির্বিজ্ঞানী এফআর সরকারের প্রয়াণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ১৫ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

জ্যোতির্বিজ্ঞানী এফআর সরকারের প্রয়াণ

ছবি- সংগৃহীত

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি এফআর সরকার (৮২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের মৃত মুনছুর আলী সরকারের ছেলে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বাংলাদেশে প্রায় ৪৫ বছর ধরে মহাকাশবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘের সঙ্গে কাজ করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে মহাকাশের শূন্য অভিকর্ষ অনুধাবন করেন।এ ছাড়া শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ গবেষণা নিয়ে উৎসাহিত করতে কাজ করেন। এ জন্য যমুনার কোলঘেঁষা এনায়েতপুরে মহাকাশ ভবন নির্মাণ করেন।

প্রায় দুই যুগ ধরে বিশ্ব মহাকাশ সপ্তাহ পালনে বাংলাদেশের মূল অনুষ্ঠান এনায়েতপুরে উৎযাপন করেন।এফআর সরকার সিরাজগঞ্জের এনায়েতপুর থানা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।
এ ছাড়া এনায়েতপুর উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

Walton
Walton