ফাইল ছবি
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, তিনি মনে করেন এখন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের হুমকিতে রয়েছে তার দেশ। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন গুস্তাভো।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন অন্যান্য দেশগুলোকে নিজেদের ‘সম্রাজ্যের অংশ’ হিসেবে দেখে এবং দেশগুলোর সার্বভৌমত্বকে হালকাভাবে নিচ্ছে। গুস্তাভো বলেন, এই আচরণ সাম্রাজ্যবাদের মতো এবং এতে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হতে পারে।এর আগে কলম্বিয়াকে লক্ষ্য করে সামরিক হুমকি দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বলেছিলেন, কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক উদ্যোগ বেশ ভালো শোনাচ্ছে। ট্রাম্পের হুমকি এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের আবহে গুস্তাভোর এই মন্তব্য বেশ তাৎপর্য বহন করে।
সাক্ষাৎকারে পেত্রো জানান, ফোনে ট্রাম্পের সঙ্গে তার প্রায় এক ঘণ্টা কথা হয়েছে, যেখানে মাদক পরিবহনের রুট বন্ধ, ভেনেজুয়েলার পরিস্থিতি এবং লাতিন আমেরিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে কথা হয়েছে। তিনি বলেন কথোপকথনের বেশিরভাগ সময় তিনি নিজেই ব্যয় করেছেন।
পেত্রো সম্প্রতি মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিভাগের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তাদের আচরণকে ‘নাজি ব্রিগেডের মতো’ উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের ভিতরে আইসিই-এর ব্যাপক অভিযান ও ডিপোর্টেশন কার্যক্রমের কারণে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে ফোনালাপের পর ট্রাম্প বলেন, তিনি পেত্রোকে অনেক সম্মানি মনে করেন এবং শিগগিরই হোয়াইট হাউসে তাকে আমন্ত্রণ করবেন। কিন্তু পেত্রোর মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, দুই দেশের সম্পর্ক এখনও সহজ হয়নি।




