Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

বশেমুরকৃবি’তে জৈব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বশেমুরকৃবি’তে জৈব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

ছবি : সংগৃহীত

বশেমুরকৃবি, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) গত ২৬ সেপ্টেম্বর’১৮ বাংলাদেশে জৈব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর গবেষণার বর্তমান প্রবণতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

.
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত টেকনিক্যল সেশনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল আজম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শাসমুল আলম, অধ্যাপক বজলুর রহমান মোল্লা এবং বশেমুরকৃবি’র বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম প্রবন্ধসমূহ উপস্থাপন করেন। সেমিনারে প্রায় ১০০ জন শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer