Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড

আল-আমিন, বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৯, ৪ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড

ছবি: বহুমাত্রিক.কম

রংপুর : ‘সৌরজগৎঃ চৌহদ্দী ও প্রাণের সম্ভাবনা’ স্লোগানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান সাহিত্য পত্রিকা ব্যাপন ও বেরোবির পদার্থ বিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বিকেলে পদার্থ বিজ্ঞান বিভাগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করে পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গাজী মাজহারুল আনোয়ার। অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ের উপর মুল বক্তব্য উপাস্থাপন করেন বুয়েট শিক্ষার্থী মুজতাহিদ আকোন। বক্তব্য শেষে অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

আলোচনা শেষে অলিম্পিয়াডে অংশ নেয় প্রতিযোগীরা। পরে বিজয়ী তিনজনের হাতে পুরুস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক বকুল চন্দ্র। অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer