Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৭ ১৪৩২, রোববার ২৪ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৬, ২৩ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি আটক

ফাইল ছবি

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বুধবার কুয়ালালামপুরের পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ের জালান আলোর এলাকা থেকে তাদের আটক করা হয়। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ অভিযানে ৬১ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেয় বলে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা। 

প্রতিবেদনে কুয়ালালামপুরের ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফের বরাত দিয়ে বলা হযেছে, কুয়ালালামপুর সিটি হলের সহযোগিতায় স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে অভিযান শুরু হয়। আটকদের মধ্যে ৭১ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিসর ও সুদানের একজন করে নাগরিক আছেন।

এতে বলা হয়, আটকদের মধ্যে অনেকের বৈধ কাগজপত্র নেই। অনেকের এই দেশে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট আইন অনুসারে মামলাটির তদন্ত চলছে। পরবর্তী কার্যক্রমের জন্য তাদের ইমিগ্রেশন হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables