Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

আদালতের পথে খালেদা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৪, ১৩ এপ্রিল ২০১৭

আপডেট: ১২:৫৬, ১৩ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

আদালতের পথে খালেদা

ঢাকা : দুর্নীতির দুই মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নিতে আদালতের উদ্দেশ্যে রওয়ানা করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের পথে রওয়ানা হন তিনি।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খোকন এ তথ্য জানান।

বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে চলমান মামলা দুটি হচ্ছে- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা।

মামলা দুটির কার্যক্রম যথাক্রমে ঢাকার বকশীবাজারে স্থাপিত বিচারক আবু আহমেদ জমাদারের বিশেষ আদালত-৩ ও সিনিয়র স্পেশাল জজ মো.কামরুল হোসেন মোল্লার আদালতে চলছে।

ইতিপূর্বে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে অনেকবার তার আত্মপক্ষ সমর্থনের তারিখ পেছানো হয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer