Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

নিরপেক্ষ ও শক্তিশালী ইসি গঠনের আশা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬, ৬ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৩:৪২, ৬ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

নিরপেক্ষ ও শক্তিশালী ইসি গঠনের আশা বিএনপির

ঢাকা : নির্বাচন কমিশন পুনর্গঠনে খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দিয়েছে বিএনপি প্রতিনিধি দল।

খালেদার প্রস্তাবনা রাষ্ট্রপতির সহকারি সামরিক সচিবের হাতে পৌঁছে দিয়ে বঙ্গভবন থেকে বের হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আমরা প্রত্যাশা করি রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপাসনের ১৩ দফা প্রস্তাব ইতিবাচক ভাবে গ্রহণ করবেন। এ নিয়ে সব দলের সঙ্গে আলোচনা করবে। আলোচনার ভিত্তিতে একটি নিরপেক্ষ ও শক্তিশালী ইসি গঠন করবে।

সম্প্রতি বিএনপির পক্ষ থেকে ইসি পুনর্গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতিকে দেয়ার জন্য প্রথমে টেলিফোনে এবং পরে চিঠির মাধ্যমে বঙ্গভবনের কাছে সময় চায় বিএনপি। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১১ টায় বিএনপিকে রাষ্ট্রপতি সময় দেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer