Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৩ ১৪৩২, শনিবার ০৮ নভেম্বর ২০২৫

নির্বাচনটাকে আদায় করে নিতে হবে: এ্যানী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ৮ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

নির্বাচনটাকে আদায় করে নিতে হবে: এ্যানী

ছবি: সংগৃহীত

নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এ নির্বাচনটাকে আদায় করে নিতে হবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাসেম প্রমুখ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables