Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩২, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

হালিশহর ন্যাশনাল গ্রামার স্কুলে ঈদের সালামি পেল শিক্ষার্থীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫, ২২ জুন ২০২৫

প্রিন্ট:

হালিশহর ন্যাশনাল গ্রামার স্কুলে ঈদের সালামি পেল শিক্ষার্থীরা

ফাইল ছবি

ঈদের ছুটির পর আজ ২২ জুন, রবিবার ছিল ঈদুল আজহার পর ন্যাশনাল গ্রামার স্কুলের প্রথম ক্লাস। সকালেই স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণায়। তবে ঈদের আনন্দ এখানেই থেমে থাকেনি। আজ স্কুলে এসেই শিক্ষার্থীরা পেয়ে যায় এক চমকপ্রদ উপহার—ঈদের সালামি।

স্কুল পরিচালক সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সার বলেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার পরও শিক্ষার্থীদের খুশি করতে এবং উৎসবের আমেজ ধরে রাখতে ঈদের সালামি বা বখশিশ দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে হাতে হাতে দেওয়া হয়েছে এই বখশিশ, যা পেয়ে আনন্দে মুখর হয়ে ওঠে ছোট-বড় সব শিক্ষার্থী।

বিদ্যালয়ের পরিচালক আরো বলেন, “শিক্ষার্থীদের মুখে হাসি দেখাই আমাদের বড় পুরস্কার। ঈদের আনন্দ কেবল বাড়িতেই নয়, স্কুলেও ছড়িয়ে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি।”

শিক্ষার্থীদের অনেকেই জানায়, ঈদের ছুটির পর স্কুলে ফেরার আগ্রহ যেমন ছিল, তেমনি এমন একটি সারপ্রাইজ পেয়ে তারা আনন্দিত ও উৎসাহিত।

স্কুলের এক অভিভাবক বলেন, “শুধু পাঠদানের মধ্যেই নয়, এমন ছোট ছোট আনন্দের মধ্য দিয়েই শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। হালিশহর ন্যাশনাল গ্রামার স্কুলের এটা প্রশংসনীয় উদ্যোগ।”

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর হালিশহরে অবস্থিত ন্যাশনাল গ্রামার স্কুল এর আগেও বিভিন্ন উৎসবে শিক্ষার্থীদের জন্য নানা আয়োজন করে আসছে।