
ছবি- সংগৃহীত
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে এই অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা।রোববার সকালে অফিস থেকে বের হয়ে কর্মকর্তা-কর্মচারীরা মিছিল নিয়ে সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পাশাপাশি, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরের সামনে বিক্ষোভ মিছিল করেন।
মিছিলে অবৈধ কালো আইন বাতিল করার দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করার পাশাপাশি, এ সংক্রান্ত শ্লোগান দিতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।
গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার অনুমোদন দেয়া হয়।
কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংশোধিত আইনে, বিভিন্ন কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি, চাকরি থেকে বরখাস্ত করার বিধান যুক্ত করা হয়েছে।