Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৮ ১৪৩১, বুধবার ২৪ জুলাই ২০২৪

অভিনেতা উদয় শঙ্কর আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ২১ মে ২০২৪

প্রিন্ট:

অভিনেতা উদয় শঙ্কর আর নেই

ফাইল ছবি

ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা উদয় শঙ্কর পাল মারা গেছেন। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

পরিবার সূত্রে জানা যায়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন উদয় শঙ্কর। পৌঁছে গিয়েছিলেন ক্যানসারের তৃতীয় ধাপে। সে কারণে মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলতেন তিনি।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি পরিচালক অভিজিৎ পাল উদয় শঙ্করের শারীরিক অসুস্থতার কথা প্রকাশ্যে জানান। প্রথমে হাওড়ার একটি ক্লিনিকে অভিনেতার চিকিৎসা শুরু হয়। কিন্তু ক্যানসারের মতো ব্যয়বহুল চিকিৎসা করানোর ক্ষমতা উদয় শঙ্করের ছিল না। তারপর অভিনেতা দেবদূত ঘোষ, পরিচালক শৈবাল মিত্রের উদ্যোগে আর্টিস্ট ফোরামের তত্ত্বাবধানে উদয় শঙ্করকে দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসকরা জানান, বার্ধক্যজনিত কারণে অভিনেতার চিকিৎসায় ঝুঁকি রয়েছে।

পরিচালক অভিজিৎ পাল বলেন, ‘গতকাল ৬টা ১৫ মিনিটে মারা গেছেন উদয় শঙ্কর। উনার চিকিৎসা চলছিল। উনাকে সুস্থ করতে আমরা দীর্ঘদিন লড়াই করেছি। সন্দীপ রায়, অনীক দত্ত, লগ্নজিতা, দেবলীনা দত্তসহ অনেকে পাশে ছিলেন। তা ছাড়াও ফেসবুক পোস্ট দেখে অনেক মানুষ আমাদের আর্থিকভাবে সাহায্য করেছেন।’

ব্যক্তিগত জীবনে উদয় শঙ্কর বিয়ে করেননি। হাওড়ায় ভাইয়ের পরিবারের সঙ্গেই থাকতেন।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবনের হাতেখড়ি উদয় শঙ্করের। প্রায় তিন দশক নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন। পরবর্তীতে চলচ্চিত্রে নাম লেখান তিনি। অজস্র বাংলা সিনেমায় অভিনয় করেছেন উদয় শঙ্কর। তবে অনীক দত্ত পরিচালিত ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমায় অভিনয় করে দারুণ সাড়া ফেলেন। সিনেমাটিতে রিকশাওয়ালা আত্মারাম চরিত্রে অভিনয় করেন তিনি।

উদয় শঙ্কর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘চতুষ্কোণ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘শজারুর কাঁটা’ প্রভৃতি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer