ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের মাঝপথেই পাকিস্তানের তারকা ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আগামীকাল তথা ৭ ফেব্রুয়ারির মধ্যেই পাকিস্তানের তারকা ক্রিকেটারদের দেশে ফিরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য প্রস্তুতি জোরদার করতে হবে।
১৭ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএল। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে আগামীকালকের মধ্যে চলে যেতে হবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, উসমান কাদিরদের।
শুধু পাকিস্তানের ক্রিকেটারদেরই নয়, চলে যেতে হচ্ছে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের তারকাদের। নতুন করে বিপিএলে যোগ দিতে পারেন দক্ষিণ আফ্রিকার রিশি ভেন ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস ও ইমরান তাহির।