Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫, ২৯ জুলাই ২০২০

প্রিন্ট:

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) মঙ্গলবার পূর্বাভাসে বলেছে যে, সারাদেশে সকাল ৯টা থেকে শুরু হওয়া বৃষ্টি অথবা বজ্রপাত আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ‘রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, অস্থায়ী দমকা বাতাসের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে দুর্বলভাবে বিরাজ করছে।

আবহাওয়া অফিস সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।