
ছবি: বহুমাত্রিক.কম
ইকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর প্রথম আন্তর্জাতিক সম্মেলন গতকাল শনিবার তুলা ভবন, ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘Ecological Challenges Assessment and Restoratio'। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার । সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এ. মান্নানের সঞ্চালনায় সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ড. শেফালী রাণী মজুমদার।
সারাদিন ব্যাপি এ সম্মেলনে ভারত, জাপানসহ দেশী বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের দুই শতাধিক পরিবেশ বিজ্ঞানী উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশী বিদেশী বিজ্ঞানীরা ৩০ টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত দেশ—বিদেশের গবেষকদের মধ্যে ভবিষ্যতে সহযোগিতা করার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে এবারের অন্তর্জাতিক কনফারেন্স সমাপ্ত হয়।