Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩১, শনিবার ১২ অক্টোবর ২০২৪

ভূমিকম্পে মরক্কোতে প্রাণহানি বেড়ে ২ হাজার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫, ১০ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

ভূমিকম্পে মরক্কোতে প্রাণহানি বেড়ে ২ হাজার

ছবি- সংগৃহীত

মরক্কোর মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটি।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২ হাজার ১২ জন মারা গেছেন। এছাড়া আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও প্রায় দেড় হাজার মানুষ। 

এদিকে, ভূমিকম্পের পর মরক্কো তিন দিনের শোক পালন করবে বলে জানিয়েছে দেশটির রয়্যাল প্যালেস। সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে।

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। একে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে অভিহিত করা হচ্ছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮.৫ কিলোমিটার গভীরে। দেশটির কর্মকর্তারা বলছেন, অধিকাংশ মানুষ মারা গেছেন দুর্গম পাহাড়ি এলাকায়। উদ্ধার অভিযানে ওই অঞ্চলে পৌঁছানোও বেশ কঠিন। 

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে মরক্কোর মধ্যাঞ্চলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। একে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে অভিহিত করা হচ্ছে। ছবি: রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবন ও রাস্তায় ধ্বংসস্তূপের ভিডিও ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ করা হয়েছে ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডিও। মারাক্কেশ শহরের পুরনো অংশে কিছু ভবন ধসে পড়েছে বলে সেখানকার একজন অধিবাসী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। 

ভয়াবহ এ ভূমিকম্পের পর মরক্কোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পাশের দেশ আলজেরিয়া। দেশটিতে যাতে মানবিক সহায়তা পাঠানো সহজ হয়, সেজন্য আলজেরিয়া তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে বলে ঘোষণা দিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer