Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

পোল্যান্ডের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ২৪ অক্টোবর ২০২০

প্রিন্ট:

পোল্যান্ডের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

পোল্যান্ডে করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় এতে আক্রান্ত হয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রজেজ ডুডা।শনিবার দেশটির প্রেসিডেনশিয়াল মিনিস্টার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির মন্ত্রী ব্লেজেজ স্পাইচালস্কি জানিয়েছেন, শুক্রবার করোনাভাইরাসের পরীক্ষা করান প্রেসিডেন্ট। তার ফলাফল পজিটিভ এসেছে। তবে ৪৮ বছর বয়সী অ্যান্ড্রজেজ ডুডার শারীরিক অবস্থা ভালো আছে। আমরা চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

করোনার দ্বিতীয় ওয়েভে শুক্রবার দেশটিতে রেকর্ড আক্রান্ত হয়। দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার দেশটিতে ১৩ হাজার ৬০০ এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়। এদিন ১৫৩ জন মারা গেছেন। করোনায় এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ১৭২ জন।এ

এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি আরোপ করেছে পোলিশ সরকার। শনিবার থেকে দুই সপ্তাহের জন্য দেশটিতে রেস্তোরাঁ এবং বার বন্ধ করে দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer