Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৮ ১৪৩২, বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬

রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ১০ জুলাই ২০২০

প্রিন্ট:

রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ঢাকা : রাজধানীর নিউমার্কেট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো: বাচ্চু মিয়া বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ট্রাকচালকের সহকারী আল আমিন আজ সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে তারা মানিকগঞ্জ থেকে ট্রাকে করে মাটির পাতিল নিয়ে ঢাকার পোস্তগোলা যাচ্ছিলেন। রাত ১১টার দিকে নিউমার্কেট এলাকার সিগন্যালে সামনে থেকে একটি কাভার্ডভ্যান ইন্ডিকেটর না দিয়েই ডান দিকে চাপিয়ে দেয়। তখন ট্রাকচালক দেলোয়ার ব্রেক করতে না পেরে কাভার্ড ভ্যানকে পেছনে থেকে ধাক্কা দেন। এ সময় তিনি ট্রাকের ভেতরে থাকা অবস্থাতেই গুরুতর আহত হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা রাত ১২টার সময় তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গ্রামে থাকতেন দেলোয়ার।

আল আমিন আরও জানান, দেলোয়ারের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার আটি গ্রামে। তার বাবার নাম সাদেক আলী।

পুলিশ (পরিদশর্ক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিউমার্কেট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Walton
Walton