Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

যশোরে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২১, ১২ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

যশোরে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি: বহুমাত্রিক.কম

যশোর: যশোর মুক্ত দিবস, বুদ্ধিজীবী হত্যা দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসক শফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর কমান্ডার আলী হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

সভায় আগামী ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভায় কমিটি গঠন করা হয়। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে, শত কণ্ঠে জাতীয় সংগীত, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আলোচনাসভা, নাট্য উৎসব ও তথ্যচিত্র প্রদর্শন ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেরর সময় সূচি নির্ধারণ করা হয়। প্রত্যেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables