
ঢাকা :বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিং করছে পুলিশ। পাশাপাশি মাঠে রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্ট ও রোভার স্কাউট সদস্যরা।শুক্রবার রাতে পানগুছি নদীর তীর সংলগ্ন লোকালয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করা হয়।
এসময় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া উপকূলের সবচেয়ে কাছের উপজেলা শরণখোলা থানার পুলিশও জনগনকে সচেতন করতে কাজ করছে। পুলিশের পাশাপাশি রেডক্রিসেন্ট, স্কাউটসহ বেসরকারি বেশ কয়েকটি সংস্থা জনগণকে সচেতন করছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও রয়েছেন মাঠে।
এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। তবে কক্সবাজারে ৪ নম্বর সংকেত অব্যাহত রয়েছে। বাগেরহাট, খুলনা, পিরোজপুরসহ সাতটি জেলাকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।