Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৬ ১৪৩২, মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬

পেছাল সম্রাটের রিমান্ড শুনানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ৯ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

পেছাল সম্রাটের রিমান্ড শুনানি

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে দায়ের করা দুই মামলায় রিমান্ড আবেদন শুনানি বুধবার হ‌চ্ছে না। আগামী ১৫ অক্টোবর তাঁর রিমান্ড শুনানির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

বুধবার সম্রা‌টের উপস্থিতিতে আদালতে রিমান্ড শুনানি হওয়ার কথা ছিল। তবে অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি থাকায় তাঁকে আদালতে হাজির করা হয়নি। শারীরিক অবস্থায় প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান আনছারীর আদাল‌তে গ্রেপ্তার দেখা‌নো ও রিমান্ড আবেদ‌নের ওপর শুনা‌নি হয়‌নি।

এদিকে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি এনামুলক হক আরমানকে মাদক মালায় গ্রেপ্তার দেখা‌নো হয়ে‌ছে। মামলায় তার রিমান্ড শুনা‌নিও সম্রা‌টের স‌ঙ্গে একই দি‌নে হ‌বে।

Walton
Walton