ফাইল ছবি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী আলাদাভাবে চিঠিতে এই নোটিশ জারি করেন।
নাহিদ ইসলামকে শোকজ করে নোটিশে বলা হয়, আপনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কর্তৃক মনোনীত ১৮৪ ঢাকা-১১ আসনের একজন বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা-১১ উল্লেখ পূর্বক ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুন” স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি। চিঠিতে আরো জানানো হয়, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী “কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারেন না”।
নির্ধারিত সময়ের আগে বিলবোর্ড স্থাপন এবং প্রচারণার অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ দেয়া হয় নাসীরুদ্দীন পাটোয়ারীকেও। সেখানে বলা হয়, ঢাকা-৮ আসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে নাসিরুদ্দীন পাটোয়ারীর ‘বিশাল আকৃতির রঙিন ছবি’, ‘সংসদ সদস্য প্রার্থী’ এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান সম্বলিত বড় বড় বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ বিধি অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো প্রার্থী প্রচার শুরু করতে পারবেন না। এই নিয়ম অমান্য করায় তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
শোকজ নোটিশে নাসীরুদ্দীন পাটোয়ারীকে দুটি নির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে- আগামী ১৯ জানুয়ারি সকাল ৯:৩০ মিনিটের মধ্যে নির্বাচনী এলাকার সমস্ত বিলবোর্ড অপসারণ করার নির্দেশ দেয়া হয়েছে।এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, তা আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
নির্দেশনা দিয়ে নাহিদ ইসলামের উদ্দেশ্যে বলা হয়েছে, ১৯শে জানুয়ারি সকাল সাড়ে নটার মধ্যে মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ করা হলো। এছাড়া নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগটির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়ার জন্য একই দিন সকাল সাড়ে ১১টায় রিটার্নিং অফিসারের কার্যালয় আসার অনুরোধ জানানো হয়।




