Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩২, রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫

যশোরে গাড়ী চালকদের দুই দিনের প্রশিক্ষণ শুরু

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ২৫ আগস্ট ২০১৯

প্রিন্ট:

যশোরে গাড়ী চালকদের দুই দিনের প্রশিক্ষণ শুরু

যশোর : ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই শ্লোগানে যশোরে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা, সচেনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার সকালে যশোর কালেক্টরেটের সভা কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

বিআরটিএ’র পরিদর্শক হুমায়ূন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, মেডিকেল অফিসার পলাশ কুমার দাস, যশোর ট্রাফিক ইন্সেপেক্টর আনন্দ কুমার রায়। প্রশিক্ষণে যশোরের প্রায় দুই শতাধিক চালক অংশগ্রহণ করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables