Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের চেষ্টা করলে কঠোরভাবে দমন’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ২৫ ডিসেম্বর ২০১৭

আপডেট: ১৬:৪০, ২৫ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের চেষ্টা করলে কঠোরভাবে দমন’

ফাইল ছবি

ঢাকা : ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, কেউ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। কারণ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ক্ষেত্রে সরকার সব সময় জিরো টলারেন্স।

বড়দিন উপলক্ষে সোমবার সকালে তেজগাঁও গির্জা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, বড়দিন একটি ধর্মীয় উৎসব। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সম্প্রীতি নষ্টের কোনো সুযোগ নেই। এর জন্যে রাজধানীজুড়ে কয়েক স্তরের নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। 

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব সবাইকে নিরাপত্তা দেওয়া। আমরা নিরাপত্তা দিচ্ছি। এ ছাড়া নিরাপত্তার জন্য রাজধানীর সকল গির্জায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এদিকে, সকাল থেকে গির্জায় প্রবেশ করার সময় তল্লাশি করা হচ্ছে। পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি গির্জায় অবস্থান নিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer