Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

ঢাকায় ৫ দিন প্রাইভেটকার না নামানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৪, ১ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকায় ৫ দিন প্রাইভেটকার না নামানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা : জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে শনিবার থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন প্রাইভেটকার না নামানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, আইপিইউ প্রধাসনসহ প্রায় ১ হাজার ৪০০ বিদেশী অতিথি অংশ নেবেন। ইতিমধ্যে ১ হাজার ১৫০ জন অতিথি চলে এসেছেন। তাই বিদেশী অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে প্রয়োজন ছাড়া গাড়ি বের না করার অনুরোধ করছি।`

সম্মেলনের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, `সম্মেলনের ভেন্যু জাতীয় সংসদ ভবন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর অন্যান্য এলাকাতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।`

এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `জঙ্গিবাদের ঘটনাকে কেন্দ্র করে কোনো অতিথি সম্মেলনে যোগ দিচ্ছেন না, এমন হয়নি। তারা আগ্রহ নিয়েই এখানে যোগ দিচ্ছেন। তাদের নিরাপত্তায় আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।`

এ সময় তিনি রোববার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer