Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৪ ১৪৩২, সোমবার ১০ নভেম্বর ২০২৫

মেট্রো রেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ১০ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

মেট্রো রেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

সংগৃহীত

ঢাকা মেট্রো রেলে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম এসংক্রান্ত এক অফিস আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রো রেল ভবন, ডিপো এলাকা, মেট্রো রেল স্টেশনসমূহ, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনাসমূহে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হলো।

ডিএমটিসিএল সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables