Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৪ ১৪৩২, রোববার ০৯ নভেম্বর ২০২৫

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের শান্তিচুক্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ৯ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের শান্তিচুক্তি

সংগৃহীত

পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে মৌখিকভাবে শান্তিচুক্তি করেছেন রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এখন থেকে তারা আর কোনো সংঘর্ষে জড়াবে না বলে এ চুক্তি করেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে এই চুক্তি হয়।

এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ধানমণ্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোবাচ্ছের হোসেন ও নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শান্তিচুক্তির সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেন।

এর আগে তুচ্ছ ঘটনায় একাধিকবার সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তবে এই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সংঘর্ষের স্থায়ী অবসান ঘটাতে নিউ মার্কেট থানার ওসি অভিনব এই উদ্যোগ নেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables