Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৩ ১৪৩২, শনিবার ০৮ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে নিজ বাড়ির সামনে ব‍্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ৮ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

চট্টগ্রামে নিজ বাড়ির সামনে ব‍্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হালিশহরে নিজ বাড়ির সামনে ব‍্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

পূর্বশত্রুতার জেরে চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে মো. আকবর (৩৫) নামের এক ব‍্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

তবে প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ মোটরসাইকেলে এসে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে আহত এক যুবককে চমেকে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables