Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে: জাতিসংঘ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৮, ১৯ জুন ২০২৪

প্রিন্ট:

পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে: জাতিসংঘ

ফাইল ছবি

ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে বলে সতর্ক করেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ভলকার তুর্ক।

মঙ্গলবার  জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভলকার তুর্ক ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার অধিবাসীদের দুর্বিষহ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। খবর আলজাজিরার।

ভলকার তুর্ক বলেন, ‘ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপ হচ্ছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অক্টোবর থেকে ১৫ জুন পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৫২৮ জন ফিলিস্তিনি। এদের মধ্যে ১৩৩ জনই শিশু।

ইসরাইলি সেনাবাহিনীর বেশিরভাগ হামলাই মানবাধিকার আইন লঙ্ঘন করে চালানো হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। পশ্চিম তীরের বেসামরিকদের ওপর আগ্রাসনের পরিমান দিন দিন বাড়ছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরের রামাল্লা এবং এল-বিরহ গভর্নরেটের বেশ কয়েকটি শহর ও গ্রামে ঝড়ের সময় ইসরাইলি সেনাবাহিনী ৫ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করে। এছাড়া এ সময় তারা সেখানকার কৃষি জমিতে বসতি স্থাপনকারীদের ওপর আক্রমণ চালায়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables