Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩০, মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

রাজধানীর সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা তেজগাঁও

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ১ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

রাজধানীর সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা তেজগাঁও

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটটি ক্রাইম জোনের মধ্যে রাজধানীর সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা তেজগাঁও বিভাগ। এরপরই আছে যথাক্রমে ওয়ারী, মিরপুর, উত্তরা, লালবাগ, গুলশান, মতিঝিল ও রমনা বিভাগ।

গত সাড়ে তিন বছরের (২০২০-২৩ জুন) তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে ডিএমপি।

ডিএমপি সূত্রে জানা যায়, ‘সাসপেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (এসআইভিএস) নামের একটি সফটওয়্যারের মাধ্যমে গড়ে তোলা হয়েছে ডিএমপির তথ্যভাণ্ডার।

এতে এই সময়ের মধ্যে রাজধানীতে ডাকাতির ঘটনায় চার হাজার ৪৬১ জন এবং ছিনতাইয়ে এক হাজার ৭৩৭ জন যুক্ত থাকার তথ্য রয়েছে। সবচেয়ে বেশি তালিকাভুক্ত ছিনতাইকারী ও ডাকাত রয়েছে এই তেজগাঁও বিভাগেই।
পুলিশ সূত্র জানায়, অপরাধ নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে রাজধানীর ৫০টি থানাকে আটটি অপরাধ বিভাগে ভাগ করে কাজ করছে ডিএমপি। পুলিশের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, তেজগাঁও বিভাগে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও মাদকের কারবার সবচেয়ে বেশি।

আর ওয়ারী বিভাগে খুন ও ধর্ষণের ঘটনা বেশি। মিরপুরে বেশি চাঁদাবাজি। উত্তরা বিভাগে চোরাচালান, লালবাগে বিস্ফোরকদ্রব্য, গুলশান বিভাগে দাঙ্গা ও রাজনৈতিক খুনের মতো ঘটনা বেশি। এভাবে প্রতিটি বিভাগেই আগের বছরের তুলনায় অপরাধ বেড়েছে।

ডিএমপি সূত্র জানিয়েছে, রাজধানীর যেসব এলাকায় বস্তি, নিম্ন আয় ও ভাসমান মানুষের বসবাস বেশি, সেখানে অপরাধের ঘটনা বেশি।

ডিএমপির তেজগাঁও বিভাগের অধীন ছয়টি থানা হলো তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলানগর, আদাবর ও মোহাম্মদপুর। এর মধ্যে মোহাম্মদপুরের বছিলা ও বেড়িবাঁধ এলাকা এবং আদাবর ও শেরেবাংলানগর থানা এলাকায় বস্তি রয়েছে। সেখানে ভাসমান ও নিম্ন আয়ের মানুষের বসবাস বেশি।

এদের একটি বড় অংশ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেন, গত সাড়ে তিন বছরে তেজগাঁও বিভাগে সর্বোচ্চ এক হাজার ৪৬১টি চুরির মামলা হয়েছে।

সবচেয়ে বেশি ২৬০টি ছিনতাই, ২০টি ডাকাতি ও ৩৮টি অপহরণের মামলা হয়েছে এখানে। পুলিশের হিসাবে সর্বাধিক আট হাজার ৪০৫টি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে তেজগাঁও বিভাগে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তেজগাঁও বিভাগে ১৬৯টি চুরির ঘটনা ঘটেছে জানিয়ে সংশ্লিষ্ট সূত্র বলেছে, আগের বছর ২০২২ সালে এক বছরে ঘটে ৩৫৯টি চুরি। ২০২১ সালে তেজগাঁও বিভাগে ২৬৪টি চুরির ঘটনা ঘটে। আর ২০২০ সালে এই সংখ্যা ছিল ২১৯। গত ছয় মাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৬৫টি। আগের এক বছরে ৭২টি। আর ২০২১ সালে ৬১টি ও ২০২০ সালে এই বিভাগে ৬২টি ছিনতাইয়ের মামলা হয়েছিল। একইভাবে ডাকাতি, অপহরণ ও খুন-ধর্ষণের ঘটনাও বাড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, নানা কারণে তেজগাঁওয়ে অপরাধ কিছুটা বেশি ঘটছে। বিশেষ করে রেললাইন ও মোহাম্মদপুর  বেড়িবাঁধ বস্তি এলাকার কারণে ভাসমান লোক অনেক বেশি। আর যেখানে ভাসমান লোক বেশি, সেখানে অপরাধীও বেশি। এরা ধরা পড়ার কারণে মামলাও বেশি। তবে চুরি, ছিনতাই ও ডাকাতি এখন আগের চেয়ে কমে এসেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer