Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৩ ১৪৩১, বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫

ভাঙনের সুর চিরকুট ব্যান্ডে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ২৪ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ভাঙনের সুর চিরকুট ব্যান্ডে

ফাইল ছবি

গত বছর চিরকুট ব্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ইমন চৌধুরী। এবার দল ছাড়লেন আরেক গুরুত্বপূর্ণ সদস্য জাহিদ নিরব। ২০১৫ সালে ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সঙ্গে পথচলা শুরু হয় জাহিদ নিরবের।

চিরকুটের নতুন গান প্রকাশের দিন সোমবার  জাহিদ নিরবের দল ছাড়ার বিষয়টি জানা গেছে।

দলটির অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী সংবাদ মাধ্যমকে বলেন, ‘নিরব আমাদের সঙ্গে কয়েক বছর ছিল। এখন থেকে আর নেই। তবে ওর জন্য আমাদের শুভকামনা।’

নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ব্যান্ডের চতুর্থ অ্যালবামের কাজ করছিলাম। এরই ফাঁকে নানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হঠাৎ তৈরি হলো গানটা। মনে হলো শ্রোতাদের সঙ্গে শেয়ার করি।’

২০১৫ সাল থেকে চিরকুট ব্যান্ডের হয়ে বাজাচ্ছেন জাহিদ নিরব। এই ব্যান্ডে কাজ করতে গিয়ে তার পরিচিতি বাড়ে। দীর্ঘ ৯ বছর ধরে বাজালেও ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামের কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাকে। এর আগে ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer