Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

সতেরোই মে উনিশ শ একাশি

কাজী রকিবুল ইসলাম

প্রকাশিত: ০২:১১, ২ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সতেরোই মে উনিশ শ একাশি

এই বাতাস, এই মাটি, এই স্বজনের মুক্তি-রক্তের ডাকে সে এসেছিলো
সতেরোই মে উনিশ শ একাশি, সেদিন আকাশ মেঘলা ছিলো,
বিমান বন্দর থেকে একটি খোলা ট্রাকের টিকিতে সে বসাছিলো।
ট্রাকটি কিছু দূর চলার পর বৃষ্টি নামলো,
যাত্রিদের পরণে সাদা পোষাক ছিলো,
প্রাধান প্রত্যাবর্তক রাস্তার দুই ধারের স্বজনদের উদ্দেশ্যে হাত নাড়ছিলো।
বৃষ্টির জল আর চোঁখের জলের প্রতিযোগিতা চলছিলো !
শোক পরে কষ্ট গাঁয়ে একটি বালক
ট্রাকের পিছে পিছে হেঁটে যাছিলো,
বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর পৌঁছিলে,
হৃদয়ে হৃদয়ের মিলন কান্না দেখেছিলো,
বাসায় ফিরে তার ৭ দিন জ্বর ছিলো।
কোন এক কারণে সেদিনের কথা মনে করে
আজ মধ্য বয়সে সে স্মৃতির আয়নায় চোঁখে জল দেখছিলো।


মিডিয়া টাচ্, ঘোপ বাবলাতলা মোড়, যশোর

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer