Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩ ১৪৩২, শনিবার ১৭ জানুয়ারি ২০২৬

বুকার জিতেছেন কোরিয়ান উপন্যাসিক হান কাং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ১৭ মে ২০১৬

আপডেট: ১০:২৪, ১৭ মে ২০১৬

প্রিন্ট:

বুকার জিতেছেন কোরিয়ান উপন্যাসিক হান কাং

ঢাকা: এ বছর আন্তর্জাতিক সাহিত্যের সম্মানজনক পুরস্কার ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ জিতেছেন কোরিয়ান লেখক হান কাং।

কোরিয়ান ভাষায় লেখা নিজের প্রথম উপন্যাস দা ভেজেটারিয়ান-এর জন্য তিনি এই পুরস্কার জিতেছেন। এ বাবদ তিনি ৫০ হাজার পাউন্ড পাবেন। তবে এটি তার উপন্যাসের ব্রিটিশ অনুবাদক ডেবোরাহ স্মিথের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে।

দা ভেজিটারিয়ান উপন্যাসের কাহিনী গড়ে ওঠেছে এক নারীকে কেন্দ্র করে যিনি একসময় মানুষের বর্বরতার প্রতিবাদে মাংস খাওয়া বর্জন করেন। ধীরে ধীরে ওই নারী নিজেকেই বৃক্ষ হিসেবেও কল্পনা করতে শুরু করেন।

বুকার পুরস্কার কমিটির চেয়্যারম্যান বয়েড থনকিন হান কাংয়ের সাহিত্য সম্পর্কে বলেছেন, তার কাজ অবিস্মরণীয় শক্তিশালী এবং মৌলিক। তিনি এ বইয়ের অনুবাদ কাজেরও প্রশংসা করেছেন।

Walton
Walton