
ফাইল ছবি
জেন জি ও জেন আলফার ব্যবহার করা অনেক শব্দ ডিকশনারির অংশ।সোমবার কেমব্রিজ ডিকশনারি জানিয়েছে, তারা ৬ হাজার নতুন শব্দ অভিধানে যুক্ত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নতুন সংযুক্তির মধ্যে আছে ‘স্কিবিডি’ এবং ‘ট্র্যাডওয়াইফ’-এর মতো শব্দও। স্কিবিডি’ শব্দটি এসেছে ইউটিউবের ভাইরাল অ্যানিমেটেড ভিডিও সিরিজ থেকে, আর ‘ট্র্যাডওয়াইফ’ শব্দটি এসেছে “ট্র্যাডিশনাল ওয়াইফ” থেকে— যার মানে এমন এক গৃহিণী, যিনি রান্না, ঘরদোর সামলানো এবং একই সঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করাকে জীবনধারা হিসেবে নেন।
বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট সংস্কৃতি ইংরেজি ভাষাকে বদলে দিচ্ছে, আর সেই পরিবর্তন পর্যবেক্ষণ ও অভিধানে যুক্ত করা সত্যিই চমকপ্রদ।
স্কিবিডি’কে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: ‘এটি এমন একটি শব্দ, যার অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে—যেমন ‘কুল’ বা ‘খারাপ’। আবার কখনও এর কোনও বিশেষ অর্থ থাকে না, কেবল মজা করার জন্য ব্যবহৃত হয়। এ ছাড়া যুক্ত হয়েছে ‘ডিলুলু’। শব্দটি এসেছে ‘ডিলিউশনাল’ থেকে। এর অর্থদ এমন কিছু বিশ্বাস করা যা আসলে সত্য নয় বা বাস্তব নয়, সাধারণত নিজের ইচ্ছা থেকেই।
আরেকটি মজার সংযোজন হচ্ছে ব্রোলিগার্কি। মূলত অলিগার্ক বা অনেক ধনী প্রভাবশালীদের একসঙ্গে থাকাকে বোঝানো হচ্ছে এই শব্দের মাধ্যমে। শব্দটি ব্যবহার করা হয়েছিল ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে জেফ বেজোস, ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের উপস্থিতি বোঝাতে।