Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪

বইমেলায় আসছে জবি শিক্ষার্থী কাদেরের ‘সংখ্যা সাহিত্য’

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৭, ৯ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

বইমেলায় আসছে জবি শিক্ষার্থী কাদেরের ‘সংখ্যা সাহিত্য’

ছবি- সংগৃহীত

২০২৪ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদেরের গণিতের উপর লেখা বই ‘সংখ্যা সাহিত্য’।

‘অনুজ প্রকাশনী’র মোড়কে আগামী বইমেলায় আসছে এ বইটি। বইটিতে গণিতের সূত্রগুলো ব্যাখ্যামূলকভাবে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। ছোটকাল থেকেই লেখকের গণিতের প্রতি প্রচন্ড আগ্রহ। সেখান থেকেই মূলত তাঁর "সংখ্যা সাহিত্য: গণিতের ভেতরের রহস্য" এ বইটি লেখা। 

আব্দুল কাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের বাসিন্দা। 

বইটি সম্পর্কে লেখক বলেন, ছোটবেলা থেকেই আমাদের মনের মধ্যে একটা জিনিস গেঁথে আছে, সেটা হলো গণিত মানেই বিচ্ছিরি সব সুত্র মুখস্থ করা। আর হিবিজিবি সব অংক করা। কিন্তু এর বাইরেও যে গণিতের একটা সৌন্দর্য আছে, গণিতে একটা মুগ্ধতা আছে, গণিতের মাঝে জীবনের ভাষা আছে, গণিতে আছে সুন্দর চিন্তা করার উৎস এই জিনিসটা আমরা কখনো ভেবে দেখিনি।

লেখক আরো উল্লেখ করেন, গণিত সম্পর্কে জানার প্রয়াস ছিলো একদম স্কুল পর্যায় থেকে। সেই লেভেলের গণিতের ছোট ছোট জিনিস চিন্তা করতাম। স্যারদের অনেক প্রশ্ন করতাম, কিন্তু অনেক উত্তর পেতাম না। তখন ইন্টারনেট বা স্মার্টফোন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য এতোটাও সহজলভ্য হয়ে ওঠেনি। যার ফলে ইন্টারনেট থেকেও উত্তরগুলো পাবার কোনো উপায় ছিলো না। সেই থেকেই মনের মধ্যে তীব্র ইচ্ছা ছিলো এগুলোর উত্তর বের করা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer