Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

‘পরিত্যক্ত বাড়ি ভাঙতে আদালতের নিষেধ নেই’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২৫ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘পরিত্যক্ত বাড়ি ভাঙতে আদালতের নিষেধ নেই’

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের দখলমুক্ত করার পর রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর বাড়িটি ভাঙতে আদালতের কোনো বাধা-নিষেধ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেছেন, বাড়িটির ওয়ারিশ থাকলেও তিনিও বাড়িটি ফেরত পাবেন না।কারণ, সরকার বাড়িটিকে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে।

রোববার বেলা পৌনে ২টার দিকে নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। মওদুদকে উচ্ছেদের ১৯ দিনের মাথায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধিগ্রহণ করা বাড়িটি ভাঙার অভিযান চলার মধ্যেই ব্রিফ করেন তিনি।

এর আগে বেলা ১১টার দিকে নিজের বর্তমান বাসায় সংবাদ সম্মেলনে করে ব্যারিস্টার মওদুদ অভিযোগ তুলেছেন যে, `সম্পূর্ণ বেআইনিভাবে ও আদালতের নির্দেশনা ছাড়াই বাড়িটি ভাঙা হচ্ছে। `

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer