Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২২ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

মিশরে শীর্ষ আইনজীবী হত্যার দায়ে ৩১ জনের মৃত্যুদণ্ডাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ১৭ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মিশরে শীর্ষ আইনজীবী হত্যার দায়ে ৩১ জনের মৃত্যুদণ্ডাদেশ

ঢাকা : মিশরের ফৌজদারি আদালত দেশের প্রসিকিউটর জেনারেল হিশাম বারাকাতকে দুই বছর আগে হত্যার দায়ে ৩১ ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ গ্র্যান্ড মুফতির বিবেচনার জন্য এ সংক্রান্ত নথিপত্র দাখিল করেছে।

স্থানীয় টিভি চ্যানেলগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। মিশরের আইন অনুযায়ী কোনো মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার মুফতির অনুমোদন নিতে হয়। আগামী ২২ জুলাই এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

রায়ে এই ৩১ জন ছাড়াও ৩৬ জনের ব্যাপারেও সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এদের সবাই দেশের শীর্ষ আইনজীবীকে হত্যা করা এবং এর ষড়যন্ত্র এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ও বিস্ফোরক মজুদ করার জন্য অভিযুক্ত।

হিশাম বারাকাতকে ২০১৫ সালের গ্রীষ্মে হত্যা করা হয়। এসময় তার গাড়িটি বিস্ফোরণে উড়িয়ে দেয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer