Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

জঙ্গি শিহাব ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ১৬ জুন ২০১৬

আপডেট: ১৬:৩৬, ১৬ জুন ২০১৬

প্রিন্ট:

জঙ্গি শিহাব ৫ দিনের রিমান্ডে

ঢাকা : শুদ্ধস্বরের প্রকাশক আহমেদ রশীদ টুটুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের মোস্ট ওয়ান্টেড জঙ্গি শিহাবকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার দুপুরে তাকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক আহমেদুর রশিদ টুটুল হত্যা প্রচেষ্টায় অংশ নেয়া পাঁচজনের মাঝে শিহাবও ছিল। 

বহুমাত্রিক.কম