
ফাইল ছবি
বৈষম্যবিরোধী আন্দোলনের গুলশান থানার ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত হাসান মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আব্দুস সালাম আজ শওকত হাসান মিয়াকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট সারোয়ার হোসেন জামিন চেয়ে আবেদন করেন। তবে আজ মামলার মুল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে নথি পাওয়ার পর জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানান।
মামলার অভিযোগ থেকো জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।