Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩১, শনিবার ১২ অক্টোবর ২০২৪

মির্জা আব্বাসের বিরুদ্ধে রায় আজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৬, ৩০ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

মির্জা আব্বাসের বিরুদ্ধে রায় আজ

ফাইল ছবি

দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রায় ঘোষণা করা হবে।

গত ২২ নভেম্বর ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছেন।

এর আগে গত ১৫ নভেম্বর সাফাই সাক্ষ্যে নিজেকে নির্দোষ দাবি করেন মির্জা আব্বাস।এ মামলায় গত ৩১ অক্টোবর তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

২০০৮ সালের ১৬ জুন আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer