Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

৬ থেকে ১৪ জুলাই বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ১৯ জুন ২০২২

প্রিন্ট:

৬ থেকে ১৪ জুলাই বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল বন্ধ

আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৬ থেকে ১৪ জুলাই বন্ধ থাকবে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলা মিতালি এক্সপ্রেস। ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা থেকে খুলনা রুটের বন্ধন ও ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানান, ঈদের সময় দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনের প্রচুর চাহিদা থাকে। দিনদিন ট্রেন জনপ্রিয় হচ্ছে। তাই ভারতের রেলওয়ের সঙ্গে আলোচনা করে মিতালী, বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত করোনা সংক্রমণের শুরুর দিকে ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা ও কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন গত ২৯ মে চালু হয়েছে। আর ঢাকা ও নিউ জলপাইগুড়ি রুটের নতুন ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হয় ১ জুন থেকে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer