Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

উপহারের টিকা থেকে ৩০ হাজার ডোজ চেয়েছে চীনা দূতাবাস 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ১৪ মে ২০২১

প্রিন্ট:

উপহারের টিকা থেকে ৩০ হাজার ডোজ চেয়েছে চীনা দূতাবাস 

বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া করোনা টিকার পাঁচ লাখ ডোজ থেকে ৩০ হাজার ডোজ টিকা নিজেদের জন্য চেয়েছে চীনা দূতাবাস। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গত ১১ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে টিকা চেয়ে চিঠি দিয়েছেন।

বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের জন্য এ টিকা চাওয়া হয়েছে উল্লেখ করে চিঠিতে জানানো হয়, বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দিতে চায় তারা।

গত বুধবার ভোরে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে আসে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ করোনার টিকা। পরে ওইদিনই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে টিকাগুলো পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables