Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

আরাকান আর্মির হাত থেকে ১৬ দিন পর ছাড়া পেল সেই কার্গো বোট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ১ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

আরাকান আর্মির হাত থেকে ১৬ দিন পর ছাড়া পেল সেই কার্গো বোট

ফাইল ছবি

অবশেষে ১৬ দিন পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

শনিবার বেলা পৌনে ১টায় পণ্যবাহী বোটটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছেছে। এর আগে গত ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা ৩টি কার্গো বোট টেকনাফ স্থলবন্দরের পৌঁছেছিল

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মূলত আরাকান আর্মি ৪টি পণ্যবাহী কার্গো বোট আটকে রেখেছিল। পরবর্তী বিজিবির সহায়তায় ৩টি কার্গো বোট ছাড়িয়ে আনা হয়েছে। এ বোটগুলো টেকনাফ স্থল বন্দরে মালামাল খালাস করে ইয়াংগুনে ফিরে গেছে। তবে আরাকান আর্মির কাছে আরও ১টি পণ্যবাহী কার্গো বোট হেফাজতে ছিল। যা ১৬ দিন পর ছাড়া পেয়েছে। সেটি ঘাটে নোঙর করা আছে। কার্যক্রম শেষে, মালামাল খলাস করা হবে

এদিকে এর আগে গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক পণ্যবাহী ৪টি কার্গো। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারি, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে। এর মধ্য গত ২০ জানুয়ারি ৩টি বোট ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। সেখানে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল।

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ১৬ দিন পর আটকা থাকা পণ্যবাহী কার্গো বোট ছেড়ে আরাকান আর্মি। এই মুহূর্তে বোটটি ঘাটে পৌঁছেছে। ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে এসব পণ্যবাহী বোটগুলো আটক করার পর ইয়াংগুন থেকে কোনো পণ্যবাহী বোট আসেনি।

আমদানি কারক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘আরাকান আর্মির হাত থেকে ১৬ দিন পর পণ্যবাহী কার্গো বোট ঘাটে পৌঁছেছে। সেখানে আমাদের ১৬শ’ বস্তা শুটকি রয়েছে। ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরও একটি পণ্যবাহী কার্গো ঘাটে পৌছেছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables