Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

ট্রাম্পকে বাইডেনের অভিনন্দন : জানালেন হোয়াইট হাউসে আমন্ত্রণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ৭ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ট্রাম্পকে বাইডেনের অভিনন্দন : জানালেন হোয়াইট হাউসে আমন্ত্রণ

ছবি- সংগৃহীত

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  বুধবার সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এর পাশাপাশি ট্রাম্পকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এবিসি নিউজের প্রতিবেদনে প্রকাশ পায় এ সংবাদ।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সঙ্গে দেশকে একত্রিত করতে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

এ ব্যাপারে ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, ‘বৈঠকটি শিগগিরই অনুষ্ঠিত হবে।’

স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছেন। সেই সঙ্গে বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে একটি মসৃণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।’

এদিকে বাইডেন বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও ফোনে কথা বলেছেন এবং কমলাকে তার ঐতিহাসিক প্রচারণার জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables