Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১১ ১৪৩২, বুধবার ২৫ জুন ২০২৫

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ৫ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত

ফাইল ছবি

বাংলাদেশে দুর্গাপূজাকে সামনে রেখে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক মিডিয়া ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত সরকার আশা করে, বাংলাদেশ কর্তৃপক্ষ যেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রণধীর জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। তিনি বলেন, আমরা একাধিকবার, এমনকি সর্বোচ্চ পর্যায় থেকে আহ্বান জানিয়েছে যেন বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে থাকে। আমি আশা করছি তাদের সরকারে সেই নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজায় কোনো অনাকাঙ্খিত ঘটনা আমাদের কাম্য নয়। এই আয়োজন খুশির বার্তা নিয়ে আসে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer