Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৩ ১৪৩২, শনিবার ০৮ নভেম্বর ২০২৫

বক্তব্য রাখার ক্ষেত্রে ড. ইউনূসের খেয়াল রাখা উচিত: রাজনাথ সিং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ৮ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

বক্তব্য রাখার ক্ষেত্রে ড. ইউনূসের খেয়াল রাখা উচিত: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ

মন্তব্য রাখার ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।

দেশটির সর্বভারতীয় গণমাধ্যম 'নেটওয়ার্ক-১৮' গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শুক্রবার ভারত-বাংলাদেশ দ্বন্দ্বের বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন রাজনাথ সিং। সেখানেই তিনি বলেন, ‘ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না।’

তবে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টতই বলেন, ‘‘ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, যদিও আমরা আমাদের প্রতিবেশিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য রাখি। নয়াদিল্লি কখনোই বাংলাদেশের সঙ্গে 'উত্তেজনাপূর্ণ সম্পর্ক' চায় না। তাই ড. মুহাম্মদ ইউনূস যখনই মন্তব্য করবেন, তিনি যেন ভাবনা চিন্তা করে কথা বলেন।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables