
ছবি: সংগৃহীত
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের চাসোতি এলাকায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘ ভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জনর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনার জেরে হড়পা বানের সৃষ্টি হয়েছে, যার ফলে অনেকে আটকে পড়েছেন। এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিকেলে জম্মু ও কাশ্মীরের চাসোতি এলাকায় বিশাল মেঘ ভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তীর্থযাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।
কিশতোয়ার জেলা প্রশাসক পঙ্কজ শর্মা বলেন, কিশতোয়ারের চাসোতি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উদ্ধার অভিযান শুরু হয়েছে।
কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধীদলীয় নেতা এবং স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মার কাছে মেঘ ভাঙা বৃষ্টির খবর পাওয়ার পর তিনি পঙ্কজ শর্মার সাথে কথা বলেছেন।
সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘চাসোতি এলাকায় বিশাল মেঘ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এর ফলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। প্রশাসন জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে, এরইমধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ এবং প্রয়োজনীয় উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমার অফিস নিয়মিত আপডেট পাচ্ছে, সম্ভাব্য সকল সহায়তা দেয়া হবে।’
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, পুলিশ, সেনাবাহিনী এবং দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলোকে উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘চাসোতি কিশতওয়ারে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সিভিল, পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।