Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩২, রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫

বায়ুদূষণের কারণে দিল্লির স্কুল বন্ধের নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ৫ নভেম্বর ২০২৩

আপডেট: ১৩:২৯, ৫ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

বায়ুদূষণের কারণে দিল্লির স্কুল বন্ধের নির্দেশ

ফাইল ছবি

এখনও শীত ঠিক করে পড়েনি, তার আগেই ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ আরও ভয়ানক পরিস্থিতির দিকে। সেখানে গত ছয়দিন ধরে ভয়াবহ পরিস্থিতি চলছে, যা এখন অত্যন্ত ভয়াবহতার পর্যায়ে। এমন পরিস্থিতিতে দিল্লিতে সকল প্রাইমারি স্কুল আগামী ১০ নভেম্বর পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

আগেই দিল্লি সরকার পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয় ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা দিয়েছিল। পরে বাতাসে দূষণের মাত্রা ক্রমেই বেড়ে যাওয়ায় 
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ রাখার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ রাখার দরকার নেই। তবে স্কুল চাইলে অনলাইন ক্লাস করাতে পারে। 

গত পাঁচ দিনের মতো রবিবার সকালেও ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছিল ভারতের রাজধানী। সেখানকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বর্তমানে ৪৬০। ভয়ঙ্কর এই বায়ু দূষণ নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, এতে শিশু এবং বৃদ্ধদের মধ্যে চোখের রোগ এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়বে।
সূত্র : দ্য ওয়াল।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables