Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫

গাছের সাথে ‘শত্রুতা’

আক্কেলপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

গাছের সাথে ‘শত্রুতা’

ছবি- বহুমাত্রিক.কম

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে রাতের আধারে জাহান উদ্দিন নামের এক কৃষকের ১৬টি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউপির পশ্চিম শিয়ালাপাড়া গ্রামে ঘটেছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পশ্চিম শিয়ালাপাড়া গ্রামের কৃষক জাহান উদ্দিন তার বাড়ির দক্ষিণ প্রাচীর সংলগ্ন এবং বাড়ির পার্শ্বে প্রায় দেড় বছর আগে ১০টি মেহগনি, ৫টি আকাশমনি এবং ১টি আমগাছ সহ ১৬ টি গাছ রোপন করেন। তার রোপণকৃত গাছগুলো সোমবার গভীর রাতের কোন এক সময় সকলের অগোচরে শত্রুতা বশতঃ সবগুলো গাছ কেটে ফেলে দূর্বৃত্তরা।

কৃষক জাহান উদ্দিন বলেন, ‘আমার সাথে কারো কোন প্রকার শত্রুতা নেই। কেন যে গাছ গুলো কেটে ফেলা হয়েছে তার কিছুই জানিনা। কে গাছগুলো কেটেছে তা জানতে না পারায় কোন অভিযোগও দিতে পারিনি’।

তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব সজল বলেন, ‘শত্রুতার জেরে গাছগুলো কর্তন করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি’।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables